চৌদ্দগ্রামে প্রবাসীদের সাথে সোশ্যাল ইসলামী ব্যাংকের মতবিনিময়

0
399

স্টাফ রিপোর্টার: কুমিল্লার চৌদ্দগ্রামে ‘সোশ্যাল ইসলামী ব্যাংক রাজাপুর বাজার আউটলেট’ এর উদ্যোগে ছুটিতে আসা প্রবাসীদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

সোশ্যাল ইসলামী ব্যাংক রাজাপুর বাজার আউটলেট এজেন্ট এর স্বত্ত্বাধিকারী সাংবাদিক হাসান মুহা. জহির এর পরিচালনায় সোমবার দুপুরে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ বগৈড় মহিলা কলেজের অধ্যক্ষ মো: হায়াতুন্নবী।

দুবাই প্রবাসী ও বিশিষ্ট ব্যাবসায়ী মো: আবুল বাশার মিয়াজি এর সভাপতিত্বে মানবজীবনে ইসলামি ব্যাংকিং এর গুরুত্ব নিয়ে আলোচনা পেশ করেন বিশিষ্ট আলেমেদ্বীন রাজাপুর দাখিল মাদ্রাসার সুপারিন্টেন্ডেন্ট মাওলানা মো: আব্দুর রহিম।

বৈধ পথে রেমিট্যান্স পাঠানো, এসআইবিএল নাউ অ্যাপের মাধ্যমে ই-অ্যাকাউন্ট খোলা ও লেনদেন করা, প্রবাসীদের জন্য বিনিয়োগ সুবিধা সহ নানা ব্যাংকিং সুযোগ-সুবিধা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে প্রবাসীদের সামনে উপস্থাপন করেন সোশ্যাল ইসলামী ব্যাংক মুন্সিরহাট শাখার জেনারেল ব্যাংকিং ইনচার্জ মো: সাইফুল আলম ও এ্যাসিস্ট্যান্ট অফিসার মো: বাকী বিল্লাহ চৌধুরী।

এ সময় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন বিশিষ্ট প্রবাসী মো: শাহ জাহান, মো: শাহাদৎ হোসেন, মো: মনিরুজ্জামান, মো: আবুল কাশেম মোল্লা, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মো: ইকবাল হোসেন দুলাল ও মো: রবিউল ইসলাম।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন স্পেন প্রবাসী মো: কবির হোসেন, ওমান প্রবাসী মো: আব্দুর রশিদ, মো: গিয়াস উদ্দিন, শরিফ আহম্মেদ, সজিব, জুবায়ের আহম্মেদ, বিল্লাল হোসেন, মো: সুমন, বিশিষ্ট ব্যাবসায়ী মো: কামাল হোসেন, মাও: আবু ইউসুফ, মাও: আব্বাস উদ্দিন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।