চৌদ্দগ্রামে ফেসবুক লাইভে মাদক সেবনের দায়ে ভ্রাম্যমান আদালতের সাজা

0
415

স্টাফ রিপোর্টার: কুমিল্লার চৌদ্দগ্রামে ফেসবুক লাইভে এসে মাদক সেবন করার দায়ে ইসমাইল হোসেন নয়ন নামে এক মাদকসেবীকে আটক করে পুলিশ। পরে তাকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সাজা দেওয়া হয়েছে। শুক্রবার (৪ আগস্ট) তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। তথ্যটি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা।

চৌদ্দগ্রাম থানার এসআই আলী আশরাফ জুয়েল জানান, ‘চৌদ্দগ্রাম পৌরসভার কিং শ্রীপুর গ্রামের ইব্রাহিম খলিলের ছেলে ইসমাইল হোসেন নয়ন গত বৃহস্পতিবার (৩ আগস্ট) বিকালে চৌদ্দগ্রাম কাঁচা বাজার এলাকায় ফেসবুক লাইভে এসে প্রকাশ্য দিবালোকে মাদক সেবক করে। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মাদকের বোতল সহ তাকে আটক করে। পরে ভ্রাম্যমান আদালত তাকে ১৫দিনের কারাদন্ড প্রদান করে।’

এ বিষয়ে চৌদ্দগ্রাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহ ম্যাজিস্ট্রেট তমালিকা পাল জানান, প্রকাশ্যে মাদকসেবন করে শান্তি বিনষ্ট করার অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ইসমাইল হোসেন নয়নকে ১৫ দিনের কারাদন্ড প্রদান করা হয়েছে।’