চৌদ্দগ্রামে ফ্রিজ-এলইডি কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত

0
1178

মুহা. ফখরুদ্দীন ইমন: মুজিব বর্ষ উপলক্ষে কুমিল্লার চৌদ্দগ্রামে ‘যুগিরহাট সোনার বাংলা নবীন সংঘ’ কর্তৃক আয়োজিত ফ্রিজ-এলইডি কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২১ এর শুভ উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়। উদ্বোধনী খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে বাংপাই ফুটবল একাদশ বনাম বিষবাগ ফুটবল একাদশ। সম্পূর্ণ খেলা শেষে ১-১ এ সমতা থাকায় খেলা ট্রাইব্রেকারে গড়ায়। পরে ট্রাইবেকারে বাংপাই ফুটবল একাদশ বিষবাগ ফুটবল একাদশকে ৫-৪ ব্যবধানে পরাজিত করে।

শনিবার (৬ ফেব্রুয়ারী) বিকালে উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের যুগিরহাটে এ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীরহাট ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক, ইউপি চেয়ারম্যান মো: মাহফুজ আলম। খেলার উদ্বোধন করেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক কমপিট গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর মো: আব্দুল মোতালেব স্বপন। আ’লীগ নেতা হাজী আব্দুল হক মেম্বারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীরহাট ইউনিয়ন আ’লীগের সাংগঠনিক সম্পাদক মো: ইউসুফ আলী মজুমদার, যুগ্ম-সাধারণ সম্পাদক আবদুল মতিন, অর্থ বিষয়ক সম্পাদক সাংবাদিক মো: জগলুল কবির নাছির, মুন্সীরহাট ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি মো: মফিজুর রহমান, মুন্সীরহাট ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো: খোরশেদ আলম, মুন্সীরহাট ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মো: মাসুদ রানা, মালেক ব্রিকস এর স্বত্বাধিকারী, আ’লীগ নেতা মো: আলমগীর হোসেন, কনকা ডিলার, আ’লীগ নেতা মো: আলমগীর হোসেন ভূঁইয়া।

এসময় আ’লীগ নেতা মো: কবির আহমেদ, মো: ইলিয়াস সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।