মুহা. ফখরুদ্দীন ইমন: কুমিল্লার চৌদ্দগ্রামে শনিবার (৩০ অক্টোবর) বিকালে স্থানীয় সাংসদ কার্যালয়ের সামনে নবনির্মিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরাল ফিতা কেটে উদ্বোধন করেন সাবেক রেলপথ মন্ত্রী মো: মুজিবুল হক এমপি।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আব্দুস সোবহান ভূঁইয়া হাসান, সিনিয়র সহ-সভাপতি ও পৌর মেয়র জিএম মীর হোসেন মীরু, সাধারণ সম্পাদক অধ্যক্ষ রহমত উল্যাহ্ বাবুল, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান মুরাদ, সহ-দপ্তর সম্পাদক আলমগীর হোসেন বিপ্লব, উপজেলা ভাইস চেয়ারম্যান এবিএম এ বাহার, ইউপি চেয়ারম্যান শাহজালাল মজুমদার, মোশারেফ হোসেন, খলিলুর রহমান মজুমদার, মাহফুজ আলম, জয়নাল আবেদীন খোরশেদ, সৈয়দ আহম্মদ খোকন, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন পাটোয়ারী, জেলা কৃষকলীগ নেতা মমিনুর রহমান ফটিক, উপজেলা কৃষকলীগ সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক জসিম উদ্দীন সর্দার, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মাহবুবুল হক মোল্লা বাবলু, উপজেলা যুবলীগ নেতা ইমাম হোসেন পাটোয়ারী এনাম, পৌর প্যানেল মেয়র সাইফুল ইসলাম পাটোয়ারী, কাউন্সিলর মিজানুর রহমান, পৌর যুবলীগ সাধারণ সম্পাদক ফারুক আহমেদ খাঁ শামীম, পৌর কৃষকলীগ নেতা খোরশেদ আলম, উপজেলা যুবলীগ নেতা মাহমুদুল হাসান জনি, পৌর যুবলীগ নেতা শামসুল হক বকুল প্রমুখ।