চৌদ্দগ্রামে বছরের প্রথম দিনই নতুন বই পেয়ে উচ্ছ¡সিত শিক্ষার্থীরা

0
233

স্টাফ রিপোর্টার: ‘শিক্ষা নিয়ে গড়বো দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বছরের প্রথম দিনে সারাদেশের ন্যায় কুমিল্লার চৌদ্দগ্রামে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বই উৎসব পালিত হয়েছে। বছরের প্রথম দিনই নতুন বই হাতে পেয়ে উচ্ছ¡সিত কোমলমতি শিক্ষার্থীরা। সচেতন অভিভাবকরা সরকারের এ কাজে ভূয়সী প্রশংসা করে সন্তুষ্টি প্রকাশ করেছেন।

সোমবার (০১ জানুয়ারি) সকালে উপজেলা সদরের চৌদ্দগ্রাম এইচ জে পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় ও চৌদ্দগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসবের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার জেপি দেওয়ান।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তমালিকা পাল, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো: গোলাম কিবরিয়া টিপু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাশেদা আখতার, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাকিনা বেগম, চৌদ্দগ্রাম এইচ জে পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রূপম সেনগুপ্ত, চৌদ্দগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উম্মে আরা কুলসুমের নাহার, শিক্ষক মাস্টার ইলিয়াছ হোসেন, নান্টু চন্দ্র্র দেবনাথ, তাহমিনা আক্তার তামান্না, হুমায়ুন কবির প্রমুখ।

এদিকে সোমবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদরাসা মিলনায়তে এ উপলক্ষে আয়োজিত বই উৎসবে উপস্থিত ছিলেন মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি, সাবেক জেলা ও দায়রা জজ এ কে এম আবুল কাশেম, মাদরাসার অধ্যক্ষ মাওলানা এ কে এম শামসুদ্দীন, পরিচালনা কমিটির সদস্য ও চৌদ্দগ্রাম প্রেসক্লাবের সভাপতি মো: আবদুল জলিল রিপন, বিশিষ্ট সমাজসেবক ইসহাক দুলাল মুহুরী, পরিচালনা কমিটির শিক্ষক প্রতিনিধি ও মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা ইসমাইল হোসেন, পরিচালনা কমিটির সদস্য তৌহিদুর রহমান ও মিজানুর রহমান চৌধুরী টিটু প্রমুখ।

এ সময় মাদরাসার সহকারী অধ্যাপক সাহাব উদ্দিন, মাওলানা মুস্তাফিজুর রহমান, আবুল বাশার, মাওলানা আলমগীর হোসেন, শহিদুল ইসলাম, প্রভাষক মাওলানা হাফেজ আবু জাফর মোহাম্মদ সালেহ্ সহ মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক, সচেতন অভিভাবক সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।