চৌদ্দগ্রামে বর্ণাঢ্য আয়োজনে প্রাথমিক শিক্ষকদের বিদায় সংবর্ধনা

0
1076

মুহা. ফখরুদ্দীন ইমন: কুমিল্লার চৌদ্দগ্রামে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে ১৯৯৫-২০২২ সাল পর্যন্ত বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় থেকে অবসরপ্রাপ্ত ৫২০ জন শিক্ষককে সংবর্ধনা দেয়া হয়েছে।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) দিনব্যাপী চৌদ্দগ্রাম উপজেলা শিক্ষা অফিস প্রাঙ্গণে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক রেলপথ মন্ত্রী মুজিবুল হক এমপি।

চৌদ্দগ্রাম উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুল জলিলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল মান্নান, চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন, সুপ্রিমকোটের আইনজীবী হনুফা আক্তার রিক্তা, উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি ও পৌর মেয়র জিএম মীর হোসেন মীরু, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ রহমত উল্লাহ্ বাবুল, কুমিল্লা জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি গাজিউল হক, চৌদ্দগ্রাম উপজেলা ভাইস চেয়ারম্যান এবিএম এ বাহার, চৌদ্দগ্রাম উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাকিনা বেগম।

বাবুচি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নেছার উদ্দিনের সঞ্চালনায় এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা আ’লীগের সদস্য আলী হোসেন চেয়ারম্যান, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের উপদেষ্টা আবু তাহের, উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি ফারুক আহমেদ মিয়াজী, কুমিল্লা জেলা পরিষদ সদস্য এমরানুল হক কামাল, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জিএম জাহিদ হোসেন টিপু, উপজেলা কৃষক লীগের সভাপতি আনোয়ার হোসেন, ইউপি চেয়ারম্যান ভিপি মাহবুব হোসেন মজুমদার, জাফর ইকবাল, গোলাম মোস্তফা, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান বাবলু, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নেতা আবুল কাশেম, গোলাম মোস্তফা, জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক কামরুল আলম, সহ-সভাপতি আবুল কালাম, কুমিল্লা জেলা প্রধান শিক্ষক সমিতির সভাপতি খালেদ বিন গফুর, সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাদের জিলানী, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির, কাজী কামাল, প্রাথমিক শিক্ষক সমিতির আইন বিষয়ক সম্পাদক খোরশেদ আলম প্রমুখ।

এ সময় চৌদ্দগ্রাম উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সংবর্ধিত শিক্ষকবৃন্দ, উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত শিক্ষকবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।