চৌদ্দগ্রামে বর্ণাঢ্য আয়োজনে ছাত্রদলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

0
1138

স্টাফ রিপোর্টার: কুমিল্লার চৌদ্দগ্রামে উপজেলা ছাত্রদলের উদ্যোগে কেক কেটে, আলোচনা সভা ও আনন্দ র‌্যালীর মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। রবিবার (৩ জানুয়ারি) বিকেলে চৌদ্দগ্রাম বাজারস্থ উপজেলা বিএনপি’র দলীয় কার্যালয়ে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ছুট্টু।

উপজেলা ছাত্রদল নেতা খোরশেদ আলমের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সাবেক দপ্তর সম্পাদক খালেক শিকদার লিটন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক গাজী কবির আহমেদ, পৌর বিএনপি’র সহ-সভাপতি কাজী জসিম, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি জিয়াউল হক জিয়া, পৌর যুবদলের সেক্রেটারী আক্তার হোসেন, উপজেলা কৃষকদলের সভাপতি হাসান শাহরিয়ার খাঁ, উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি মাইন উদ্দীন মজুমদার, পৌর ছাত্রদলের সভাপতি কাজী জোবায়েরুল হক, উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দীক, বিএনপি নেতা মো: এয়াছিন, যুবদল নেতা মো: পিন্টু, ছাত্রদল নেতা তোফায়েল পাটোয়ারী বাবলু, কলেজ ছাত্রদলের সভাপতি এম দিদার, দেলোয়ার হোসেন মাসুম, সোহাগ মজুমদার, জাহাঙ্গীর আনোয়ার তুহিন, আজাদ, সজল, ইমরান প্রমুখ।

আলোচনা সভা শেষে একটি বিশাল আনন্দ র‌্যালৗ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।