চৌদ্দগ্রামে বার্ড কামাল চক্ষু হাসপাতালে বিনামূল্যে ছানি অপারেশন

0
1054

মুহা. ফখরুদ্দীন ইমন: কুমিল্লার চৌদ্দগ্রামে জাতীয় শোক দিবস উপলক্ষে ডাচ্ বাংলা ব্যাংকের অর্থায়নে বার্ড কামাল চক্ষু হাসপাতালের উদ্যোগে বিনামূল্যে ১০০ জন চক্ষু রোগির ছানি অপারেশন করা হয়েছে।

বুধবার (১৮ আগস্ট) সকালে উপজেলার কনকাপৈত ইউনিয়নের পন্নারায় এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি ও পৌর মেয়র জিএম মীর হোসেন মীরু। বিশেষ অতিথি ছিলেন কনকাপৈত ইউপি চেয়ারম্যান জাফর ইকবাল, চিওড়া ইউপি চেয়ারম্যান একরামুল হক।

আ’লীগ নেতা মাস্টার আব্দুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর বদিউল আলম পাটোয়ারী, কনকাপৈত ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান মোহম্মদ হোসেন ভুট্টু, ইউপি সদস্য ফারুক বেপারী, পৌর যুবলীগ নেতা আকতার হোসেন মোল্লা রতন, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রেজাউল হক মিন্টু, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন শাকিল, সহ-সভাপতি আবু নাছের মোল্লা, ইউনিয়ন বঙ্গবন্ধু ছাত্র পরিষদের সভাপতি নুরুল হাসান প্রভাত প্রমুখ।