চৌদ্দগ্রামে বিএনপি-জামায়াতের নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ মিছিলকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১৫

0
531

স্টাফ রিপোর্টার: কুমিল্লার চৌদ্দগ্রামের পৌর এলাকায় বিএনপি-জামায়াতের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে মিছিল করতে গিয়ে আওয়ামীলীগের দু’পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ ঘটনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের প্রায় ১০ কিলোমিটার পর্যন্ত দীর্ঘক্ষণ যানজটের সৃষ্টি হয়েছে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে যান চলাচল স্বাভাবিক হয়। উভয়পক্ষের মধ্যকার ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় ৩ পুলিশসহ কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। গুরুত্বর আহত কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লায় প্রেরণ করা হয়েছে।

মঙ্গলবার (৬ জুন) সকাল সাড়ে নয়টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম পৌর এলকায় সংঘর্ষের এ ঘটনা ঘটে।

জানা গেছে, জামায়াত বিএনপি’র সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে উপজেলা আ’লীগের উদ্যোগে প্রতিবাদ মিছিল পূর্বক সমাবেশ করার জন্য চৌদ্দগ্রাম বাজারস্থ বঙ্গবন্ধু স্কয়ারে আ’লীগ নেতাকর্মীরা জড়ো হয়। একই সময়ে আ’লীগের অপর একটি গ্রæপ মিছিল করতে আসায় উত্তেজনা সৃষ্টি হলে তাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় উত্তেজিত নেতাকর্মীরা চৌদ্দগ্রাম বাজারের কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাংচুর ও পৌর আ’লীগের দুই নেতার বাড়ীতে হামলা চালায়। এছাড়াও মহাসড়কে কমপক্ষে ৭টি মোটরসাইকেল পুড়িয়ে দেয় এবং টায়ার জ¦ালিয়ে মহাসড়ক অবরোধ করে রাখে। এতে দীর্ঘক্ষণ মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে। শেষ খবর পাওয়া পর্যন্ত ঘটনাস্থলের অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। চৌদ্দগ্রাম বাজার এলাকায় এখনো থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বিচ্ছিন্নভাবে আ’লীগের উভয়পক্ষের নেতাকর্মীরা চৌদ্দগ্রাম বাজার এলাকায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে।

এ ব্যাপারে উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি ও পৌর মেয়র জিএম মীর হোসেন মীর বলেন, ‘জামায়াত-বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে উপজেলা আ’লীগের উদ্যোগে শান্তিপূর্ণ কর্মসূচি পালনকালে কতিপয় দলচ্যুত দুষ্কৃতিকারী আ’লীগের মিছিলে হামলা চালায়। এ সময় তারা মহাসড়কে ভাংচুর চালিয়ে যান চলাচল ব্যাহত করলে আ’লীগের নেতাকর্মীরা তাদের প্রতিরোধ করে। পরে পুলিশ আসলে পরিস্থিতি স্বাভাবিক হয়।’

এ বিষয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার (চৌদ্দগ্রাম সার্কেল) জাহিদুল ইসলাম বলেন, ‘বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে মহাসড়কে মিছিলে নামে সাংসদ মুজিবুল হক এর সমর্থকরা। এ সময় আ’লীগের পদবঞ্চিত নেতাদের নেতৃত্বে তাদেও সমর্থকরা মহাসড়কে নেমে ভাংচুর চালায়। পরে এমপি মুজিবুল হকের সমর্থকরা তাদেরকে প্রতিরোধ করতে গেলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় ৩ পুলিশ সহ কমপক্ষে ১৫জন আহত হয়েছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি স্বাভাবিক করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। উভয়পক্ষ মহাসড়ক ছেড়ে চলে গেছে।’