স্টাফ রিপোর্টার: কুমিল্লার চৌদ্দগ্রামে থানা পুলিশের বিশেষ অভিযানে ২০ বোতল বিদেশী মদ (ম্যাজিক মোমেন্টস গ্রেইন ভোডকা ও ব্রো কোড ক্রাফট্ সেক্ট) সহ মো: আজাদ নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। সে উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের মেষতলা গ্রামের মৃত আমির হোসেনের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (৪ আগস্ট) রাত দশটায় চৌদ্দগ্রাম থানার এসআই জাহিদ হাসান রায়হানের নেতৃত্বে এএসআই নজরুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স সহ বিশেষ অভিযান চালিয়ে নবগ্রাম-মুন্সীরহাট সংযোগ সড়কের নবগ্রাম এলাকা থেকে মো: আজাদকে ২০ বোতল বিদেশী মদ সহ আটক করা হয়। শনিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
চৌদ্দগ্রাম থানার এসআই জাহিদ হাসান রায়হান বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে বিশেষ অভিযান চালিয়ে মো: আজাদকে ২০ বোতল বিদেশী মদ সহ আটক করা হয়। পরে চৌদ্দগ্রাম থানায় তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে শনিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। মাদকের বিরুদ্ধে থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।’