চৌদ্দগ্রামে বিদেশ ফেরতদের গবাদি পশু পালন বিষয়ে তিন দিনব্যাপী প্রশিক্ষণ

0
1254

স্টাফ রিপোর্টার: কুমিল্লার চৌদ্দগ্রামে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম অনুপ্রেরণা প্রকল্পের উদ্যোগে বিদেশ ফেরত যুবকদের গবাদি পশু পালন ও মোটাতাজাকরণ শীর্ষক তিন দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মজিবুর রহমান। প্রশিক্ষণ দেন ব্র্যাক অনুপ্রেরণা প্রকল্পের জেলা সমন্বয়কারী মহিফুল কবির সায়মন ও সদ্য পদোন্নতিপ্রাপ্ত প্রাণি সম্পদ কর্মকর্তা মোঃ শাহীন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ব্র্যাক বিজনেস এডভাইজরি কমিটির সভাপতি ডাঃ ইউসুফ হোসাইন সুমন, সাধারণ সম্পাদক এম এ নোমান, অনুপ্রেরণার এফও আলা উদ্দিন, ট্রেনিং অ্যাসিস্ট্যান্ট তানিয়া আক্তার সহ প্রশিক্ষণার্থী বিদেশ ফেরত প্রবাসী যুবকবৃন্দ। প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করেন অতিথিবৃন্দ।