চৌদ্দগ্রামে বিনা ধান-২৫ এর মাঠ প্রদর্শনী ও নমুনা শস্য কর্তন

0
768

স্টাফ রিপোর্টার: ‘কৃষিই কৃষ্টি, কৃষিই সমৃদ্ধি’ এ মূলমন্ত্রকে সামনে রেখে বিনা উদ্ভাবিত স্বল্লজীবনকালীন ও উচ্চ ফলনশীল বিনা ধান-২৫ এর মাঠ প্রদর্শনী ও নমুনা শস্য কর্তন অনুষ্ঠিত হয়েছে।

গত মঙ্গলবার (৯ মে) বিকালে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) উপকেন্দ্র কুমিল্লা ও কুমিল্লা এবং চৌদ্দগ্রাম উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে যৌথ উদ্যোগে চাষাবাদ সম্প্রসারণে উপজেলার উজিরপুর ইউনিয়নের উজিরপুর গ্রামে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো: মিজানুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন বিনা’র কুমিল্লা উপকেন্দ্রের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. ফাহমিনা ইয়াসমিন, বিনা’র কুমিল্লা উপকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. মো: আশিকুর রহমান।

চৌদ্দগ্রাম উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ জোবায়ের আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা উদ্ভিদ সংরক্ষণ অফিসার নাজমুল হাসান মজুমদার, উজিরপুর ইউনিয়ন উপ-সহকারী কৃষি অফিসার কামরুল হাসান, নাঈমা আক্তার, বিনা’র কৃষি উদ্যোক্তা মোহাম্মদ আব্দুল করিম, কৃষক আবুল হোসেন, আব্দুর রশিদ, আবুল হাশেম সহ স্থানীয় কৃষকবৃন্দ, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ বছর স্থানীয় কৃষকরা নানা প্রতিকূল পরিবেশে বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা করে জমিতে বিনা ধান-২৫ চাষে ব্যাপক সফলতা অর্জন করেছেন। প্রতিকূলতায় সহনশীল এ জাতটিতে বিঘা প্রতি প্রায় ৫ মন ফলন পাবে বলে মনে করছেন কৃষকরা। তাই আগামীতে উক্ত জাতের বীজের ব্যাপক চাহিদার কথা জানিয়েছেন সংশ্লিষ্ট বিনা কর্তৃপক্ষের নিকট। অনুষ্ঠান শেষে স্থানীয় কৃষি উদ্যোক্তা আব্দুর রশিদ ও আবুল হাশেম এর মাল্টা বাগানসহ কয়েকটি ফলদ বাগান পরিদর্শন করেন অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ।