চৌদ্দগ্রামে বিশিষ্টজন হাজী মো: তনু মিয়ার ইন্তেকাল, দাফন সম্পন্ন

0
1207

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার চৌদ্দগ্রামে চিওড়া ইউনিয়নের সারপটি গ্রামের সাবেক মেম্বার মো: আনোয়ার হোসেনের পিতা বিশিষ্টজন হাজী মো: তনু মিয়া (১৩০) সোমবার ( ৪ জানুয়ারি ) দুপুর বারটার সময বার্ধক্যজনিত কারণে তাহার নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তিনি ৪ ছেলে ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয় স্বজন রেখে যান। সোমবার বাদ মাগরিব মরহুমের নিজ বাড়ি সংলগ্ন জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

জানাযায় নামাজে উপস্থিত ছিলেন মরহুমের আত্মীয়-স্বজন, আলেম-ওলামা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ ধর্মপ্রাণ মুসলমানবৃন্দ।

এদিকে তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। পৃথক পৃথক শোকবার্তায় তারা মরহুমের বিদেহী আত্মার সর্বোচ্চ মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।