চৌদ্দগ্রামে বিষপানে সিএনজি চালকের মৃত্যু

0
154

মুহা. ফখরুদ্দীন ইমন: কুমিল্লার চৌদ্দগ্রামে কীটনাশক বিষপানে মো: ইসমাইল (৩৮) নামে এক সিএনজি চালকের মৃত্যু হয়েছে। নিহত ইসমাইল উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের বসন্তপুর মধ্যমপাড়ার মৃত শাহজাহান এর ছেলে। ঘটনাটি ঘটেছে নিহতের শ^শুর বাড়ী উপজেলার চিওড়া ইউনিয়নের চরপাড়া গ্রামের কাজী বাড়ীতে। বৃহস্পতিবার (২০ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ ত্রিনাথ সাহা।

জানা গেছে, নিহত সিএনজি চালক মো: ইসমাইল তার প্রথম স্ত্রীর মৃত্যুর পর চিওড়া ইউনিয়নের চরপাড়া গ্রামের মৃত আব্দুর রশিদের মেয়ে ছায়েরাকে বিগত ছয় বছর পূর্বে পারিবারিকভাবে শরীয়াহ মোতাবেক বিবাহ করেন। দাম্পত্য জীবনে তাদের সংসারে মো: হাবিব নামে চার বছর বয়সী একটি পুত্র সন্তান রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি দ্বিতীয় স্ত্রী ছায়েরাকে নিয়ে তার শ^শুর বাড়ীতে বসবাস করে আসছেন এবং সিএনজি চালিয়ে সংসার জীবন-যাপন করছেন। বিভিন্ন বিষয় নিয়ে স্ত্রী ও তার পরিবারের লোকজনের সাথে ইসমাইলের ঝগড়া-বিবাদ লেগেই থাকতো বলে জানা গেছে। বুধবার সকালে স্ত্রী ও শ^শুর বাড়ীর লোকজনের সাথে অভিমান করে শ^শুর বাড়ীতেই কীটনাশক পান করেন তিনি। পরিবারের লোকজন বিষয়টি বুঝতে পেরে তাকে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। তবে, নিহতের স্ত্রী ও শ^শুর বাড়ীর লোকজন তাকে পরিকল্পিতভাবে মারধর করার পর মুখে কিটনাশক ঢেলে মৃত্যু নিশ্চিত করেছেন বলে নিহতের পরিবারের লোকজন অভিযোগ করেছেন। সংবাদ পেয়ে চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক মো: আব্দুল মতিন সঙ্গীয় ফোর্স সহ পৌঁছে হাসপাতাল থেকে নিহতের লাশ উদ্ধার করেন। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেন। আইনী প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে নিহতের লাশ হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। বৃহস্পতিবার বিকালে নিহতের নিজগ্রাম মুন্সীরহাট ইউনিয়নের বসন্তপুরে জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

এ বিষয়ে নিহতের ছোট ভাই মো: ফারুক বলেন, ‘আমার বড় ভাই ইসমাইল দ্বিতীয় বিবাহ করার পর কিছুদিন বাড়ীতেই ছিলো। পরে স্ত্রী ও তার পরিবারের লোকজনের চাপে পড়ে তিনি শ^শুর বাড়ীতে বসবাস করেন। বিভিন্ন বিষয় নিয়ে তাদের সাথে আমার ভাইয়ের মতানৈক্য তৈরী হওয়ায় সবসময় পারিবারিক কলহ লেগেই থাকতো। ঘটনারদিন তারা পরিকল্পিতভাবে আমার ভাইকে মারধর করে মুখে কীটনাশক ঢেলে দিয়ে হত্যা করেছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় একটি লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিতের জন্য প্রশাসনের প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছি।’

চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক মো: আব্দুল মতিন বলেন, ‘সংবাদ পেয়ে হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে স্বজনদের নিকট লাশ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে।’