মুহা. ফখরুদ্দীন ইমন: কুমিল্লার চৌদ্দগ্রামে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) এর উদ্যোগে বোরো আবাদে সেচ সুবিধা নিশ্চিতকরণ শীর্ষক মতবিনিময় সভা, ধান উৎপাদন কলাকৌশল বিষয়ক কৃষক প্রশিক্ষণ ও প্রান্তিক কৃষকদের মাঝে ব্রি এর উচ্চ ফলনশীল ধান বীজ বিতরণ করা হয়েছে।
শনিবার (০২ ডিসেম্বর) বিকালে উপজেলার উজিরপুর ইউনিয়নের ভাটবাড়ী উচ্চ বিদ্যালয় মাঠে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) এর মহাপরিচালক (গ্রেড-১) ড. মো. শাহজাহান কবির।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডিএই, কুমিল্লা অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মো. আক্তারুজ্জামান, ডিএই, কুমিল্লা খামারবাড়ী এর উপ-পরিচালক কৃষিবিদ আইউব মাহমুদ, বিএডিসি, কুমিল্লার তত্ত¡াবধায়ক প্রকৌশলী (ক্ষুদ্রসেচ) প্রকৌশলী মোহাম্মদ মিজানুর রহমান।
বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও কুমিল্লা আঞ্চলিক প্রধান ড. মো: রফিকুল ইসলাম এর সভাপতিত্বে ও ব্রি কুমিল্লা এর আঞ্চলিক সিনিয়র সায়েন্টিফিক অফিসার এ কে এম সালাউদ্দিন এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উজিরপুর ইউনিয়নের অগ্রসরমান কৃষক ও সফল কৃষি উদ্যোক্তা মোহাম্মদ আব্দুল করিম, স্থানীয় কৃষক আব্দুল জলিল, আবু হানিফ প্রমুখ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) এর সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো: মামুনুর রশিদ, আঞ্চলিক কৃষি তথ্য অফিসার, কুমিল্লা মনিরুল হক রোমেল, ব্রি কুমিল্লার বৈজ্ঞানিক কর্মকর্তা তাসনিয়া ফেরদৌস, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার নাজমুল হাছান মজুমদার, উপ-সহকারী কৃষি অফিসার কামরুল হাসান, মোসা. নাঈমা আক্তার, কৃষি তথ্য সার্ভিস, কুমিল্লা মো. মহসিন মিয়াজী, উজিরপুর ইউপি সদস্য মো: নূরে আলম মামুন সহ স্থানীয় সাংবাদিক, কৃষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা আবুল খায়ের।