চৌদ্দগ্রামে ভূমি সেবা সপ্তাহ ও ভূমি উন্নয়ন কর ক্যাম্প’র উদ্বোধন

0
867

মুহা. ফখরুদ্দীন ইমন: ‘ভূমি সেবা ডিজিটাল, বদলে যাবে দিনকাল’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার চৌদ্দগ্রামে ভূমি সেবা সপ্তাহ ও ভূমি উন্নয়ন কর ক্যাম্প এর উদ্বোধন করা হয়েছে।

রবিবার (২২ মে) সকালে উপজেলা ভূমি অফিসে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করেন চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তানভীর হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাশেদা আখতার। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তমালিকা পালের সভাপতিত্বে এ সময় উপজেলা ভূমি অফিস, পৌর ভূমি অফিস ও বিভিন্ন ইউনিয়ন ভূমি অফিস থেকে আগত কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক, সুধিজনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তমালিকা পাল বলেন, ‘এখন ভূমি অফিসে না এসেও ডিজিটাল পদ্ধতিতে মানুষ ঘরে বসেই ভূমি সেবা গ্রহণ করতে পারছে। ভূমি সেবা সহজলভ্য করতে সরকার যথেষ্ট আন্তরিক। ডিজিটাল সেবা চালু হওয়ায় এবং গণসচেতনতা বৃদ্ধির ফলে এখন ভূমি সংক্রান্ত সকল সেবায় জনভোগান্তি অনেক কমে গেছে’।