চৌদ্দগ্রামে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা

0
1082

মুহা. ফখরুদ্দীন ইমন: কুমিল্লার চৌদ্দগ্রামে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বিভিন্ন দোকানে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। মঙ্গলবার (২৪ আগস্ট) বিকালে চৌদ্দগ্রাম বাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মনজুরুল হক এ অভিযান পরিচালনা করেন।

ওজন ও পরিমাপ আইন-২০১৮ এর ২৪ (১)/৪৫ এর অধিনে আল-মক্কা সুইটসকে ১০ হাজার, বিসমিল্লাহ্ সুইটসকে ২৫ হাজার, ইসলামিয়া সুইটসকে ১৫ হাজার, মুসলিম সুইটসকে ১৫ হাজার, সুইটস গার্ডেনকে ১৫ হাজারসহ মোট ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় বিএসটিআই কুমিল্লা জেলা কর্মকর্তা খাইরুল ইসলাম ও থানার এসআই আরিফ হোসেনের নেতৃত্বে পুলিশের একটি টিম ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করেন।