চৌদ্দগ্রামে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত

0
930

মুহা. ফখরুদ্দীন ইমন: কুমিল্লার চৌদ্দগ্রামে মাদকমুক্ত সমাজে গড়ার লক্ষ্যে গণসচেতনতা তৈরীতে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার পৌরসভাধিন ৯নং ওয়ার্ডের নাটাপাড়ায় এ উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি ও পৌর মেয়র জিএম মীর হোসেন মীরু। বিশেষ অতিথি ছিলেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জণ চাকমা।

পৌর প্যানেল মেয়র মিজানুর রহমানের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর আ’লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা তমিজ উদ্দিন তনু, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইঞ্জিনিয়ার কামাল উদ্দিন, পৌর কাউন্সিলর আমেনা বেগম, কহিনুর আক্তার, সাবেক কাউন্সিলর মোস্তফা মিয়া, পৌর আ’লীগ নেতা আব্দুল হাকিম, পৌর যুবলীগ নেতা আক্তার হোসেন মোল্লা রতন, ছাত্রলীগ নেতা রাকিব উদ্দিন লিমন, আলী হাকিম মামুন, জাকির হোসেন প্রমুখ।