চৌদ্দগ্রামে মানবতার সেবা সংগঠনের বর্ষপূর্তি উপলক্ষে ফ্রি ব্লাড ক্যাম্পেইন অনুষ্ঠিত

0
1181

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার চৌদ্দগ্রামে “মানবতার সেবা সংগঠন” এর ১ম বর্ষপূর্তি উপলক্ষে বুধবার (৭ ফেব্রুয়ারি) উপজেলার কনকাপৈত ইউনিয়নের বশকরা গ্রামে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

মানবতার সেবা সংগঠনের সাধারণ সম্পাদক কাজী জাহিদ হাসানের সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মো: নজরুল ইসলাম নয়ন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বশকরা ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মো: ফয়েজ উল্লাহ্ পাটোয়ারী, সহকারী শিক্ষক রুহুল আমিন, সংগঠনের সহ-সভাপতি ধর্মপুর নাজিম আলী স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক আবুল কালাম আজাদ।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কাজী পারভেজ তানিম, কাজী ইলিয়াস সাকিব, মো: আরিফ, শাহরিদ আফরান বেলাল, মো: রাজু, মোস্তাকিন রকি, শিহাব উদ্দিন, মো: শাকিল, মো: ইমন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।