চৌদ্দগ্রামে মুক্তিযোদ্ধা হারুনুর রশিদের ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

0
528

মুহা. ফখরুদ্দীন ইমন: কুমিল্লার চৌদ্দগ্রামে বীর মুক্তিযোদ্ধা মো: হারুনুর রশিদ পাটোয়ারী (৮৫) বার্ধক্যজনিত কারণে সোমবার দুপুর ১টায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধিন অবস্থায় ইন্তেকাল করেছেন। তিনি উপজেলার বাতিসা ইউনিয়নের বসন্তপুর গ্রামের পাটোয়ারী বাড়ীর মরহুম নজির আহম্মেদের পুত্র। মৃত্যুকালে তিনি স্ত্রী, চার পুত্র ও এক কন্যা সন্তান সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। মঙ্গলবার (১ আগস্ট) সকাল দশটায় মরহুমের নিজ বাড়িতে জানাযা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এর আগে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাঁকে গার্ড অব অর্নার প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার তানভীর হোসেন সহ চৌদ্দগ্রাম থানার এসআই আব্দুল মতিনের নেতৃত্বে পুলিশের একটি টিম।

মুক্তিযোদ্ধা হারুনুর রশিদ পাটোয়ারীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সাবেক রেলপথ মন্ত্রী মো: মুজিবুল হক মুজিব এমপি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুস সোবহান ভূঁইয়া হাসান, সিনিয়র সহ-সভাপতি ও পৌর মেয়র জিএম মীর হোসেন মীরু, সাধারণ সম্পাদক অধ্যক্ষ রহমত উল্লাহ বাবুল, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল হাশেম, বাতিসা ইউপি চেয়ারম্যান কাজী ফখরুল আলম ফরহাদ সহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। পৃথক পৃথক শোকবার্তায় তাঁরা মরহুমের বিদেহী আত্মার সর্বোচ্চ মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।