মুহা. ফখরুদ্দীন ইমন: কুমিল্লার চৌদ্দগ্রামে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন এর প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র কুমিল্লা সদর এর কর্তৃক আয়োজিত প্রতিবন্ধী ও প্রতিবন্ধীর ঝুঁকিতে থাকা ২৩ জনকে বিনামূল্যে মোবাইল থেরাপির মাধ্যমে চিকিৎসা সেবা প্রদান এবং দুইজন পঙ্গু মুক্তিযোদ্ধার মাঝে ২টি ট্রাই সাইকেল বিতরণ করা হয়েছে।
গত মঙ্গলবার দুপুরে উপজেলার বগৈড় বালিকা বিদ্যালয় মাঠে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার জেপি দেওয়ান।
সাবেক চৌদ্দগ্রাম উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল হাশেমের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন কুমিল্লা’র কর্মকর্তা হাসান আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট এর সাবেক পরিচালক অধ্যাপক তাহমিনা আখতার, বিশিষ্ট সমাজসেবক ডা. মো. মামুন হোসেন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।