চৌদ্দগ্রামে মুজিবুল হক বাইপাসের ড্রেনের ঢালাই কাজের উদ্বোধন

0
773

মুহা. ফখরুদ্দীন ইমন: কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভাধিন পশ্চিম বাইপাস সড়কের (বীর মুক্তিযোদ্ধা মুজিবুল হক এমপি বাইপাস সড়ক) চাঁন্দিশকরা সেন বাহাদুর বাড়ী থেকে দক্ষিণ ফালগুনকরা পাল বাড়ী রাস্তার মাথা পর্যন্ত ড্রেনের ঢালাই কাজের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২১ মার্চ) সকালে ড্রেনের ঢালাই কাজ পরিদর্শন করেন চৌদ্দগ্রাম উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি ও পৌর মেয়র জিএম মীর হোসেন মীরু।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা আ’লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুল হালিম চৌধুরী নিজাম, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মাহবুবুল হক মোল্লা বাবলু, পৌর কাউন্সিলর মফিজুর রহমান, বদিউল আলম পাটোয়ারী, পৌর আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গাজী শহীদ, পৌর সহকারী প্রকৌশলী আব্দুল আলীম, পৌর যুবলীগ নেতা আকতার হোসেন মোল্লা রতন, ছাত্রলীগ নেতা রাকিব উদ্দিন লিমনসহ পৌরসভা আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।