চৌদ্দগ্রামে মুজিব বর্ষ উপলক্ষে বৃদ্ধদের মাঝে উপহার সামগ্রী বিতরণ

0
1181

মুহা. ফখরুদ্দীন ইমন: মুজিব বর্ষ উপলক্ষে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ঘোলপাশা ইউনিয়নের গোরাগোরা গ্রামে বৃদ্ধদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

এ উপলক্ষে শুক্রবার গোরাগোরা আ’লীগ কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইঞ্জিনিয়ার আবদুল বারেক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর একান্ত সচিব ফয়সল বিন করিম, আ’লীগ নেতা লোকমান হোসেন, মাস্টার বাহাউদ্দিন, বসির উদ্দিন, আলী নোয়াব মেম্বার, মানিক মিয়াসহ এলাকার রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।