চৌদ্দগ্রামে যায়যায়দিন এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

0
600

স্টাফ রিপোর্টার: কুমিল্লার চৌদ্দগ্রামে কেককাটা ও আলোচনা সভার মাধ্যমে দৈনিক যায়যায়দিন পত্রিকার ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

বুধবার (৭ জুন) সকালে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক মাহবুবুর রহমান মিয়াজী।

দৈনিক যায়যায়দিন এর চৌদ্দগ্রাম প্রতিনিধি সাংবাদিক মো: বেলাল হোসাইন এর সভাপতিত্বে ও সাংবাদিক মুহা. ফখরুদ্দীন ইমন এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিজয়বিডি ডট কমের সম্পাদক ও প্রকাশক সাংবাদিক হাসান মু. জহির, চৌদ্দগ্রাম প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক কামাল হোসেন নয়ন প্রমুখ।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম প্রেসক্লাবের সহ-সভাপতি সাংবাদিক আক্তারুজ্জামান মজুমদার, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মিজানুর রহমান মিনু, সাংবাদিক শাহিন আলম, গোলাম রসুল, খোরশেদ আলম, মেহরাব হোসেন অপি, মনিরুজ্জামান, বিশিষ্টজন মোহাম্মদ শাকিল সহ চৌদ্দগ্রামে কর্মরত সাংবাদিকবৃন্দ ও সুশীল সমাজের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।