স্টাফ রিপোর্টার: কুমিল্লার চৌদ্দগ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাতের আঁধারে বাড়ীঘরে হামলা-ভাংচুর এর অভিযোগ পাওয়া গেছে। হামলায় সুরমা বেগম (৪৫) নামে এক নারী আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে গত সোমবার বিকালে উপজেলার বাতিসা ইউনিয়নের বসন্তপুর পূর্বপাড়া এলাকায়। এ ঘটনায় ভুক্তভোগি সুরমা বেগম বাদী হয়ে চৌদ্দগ্রাম থানায় একটি অভিযোগ দায়ের করেন।
থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা গেছে, গত সোমবার (১৭ জুলাই) বিকালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বসন্তপুর পূর্বপাড়ার মৃত টুকু মিয়ার ছেলে আব্দুল খালেকের নেতৃত্বে তার স্ত্রী নাছিমা বেগম ও মেয়ে শারমিন আক্তার লাঠিসোটা নিয়ে গৃহবধূ সুরমা বেগমের উপর হামলা চালায়। হামলায় সুরমা বেগম গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা প্রদান করে। এ ঘটনায় ভুক্তভোগি ওই নারী বৃহস্পতিবার থানায় অভিযোগ দায়ের করেন।
ভুক্তভোগি সুরমা বেগমের স্বামী আবু তাহের বলেন, ‘আমি খেটে খাওয়া একজন মানুষ। জীবিকার প্রয়োজনে সকালে বের হয়ে রাতে বাসায় ফিরি। তুচ্ছ একটা ঘটনায় আমার প্রতিবেশি আব্দুল খালেকের নেতৃত্বে তার পরিবারের লোকজন সোমবার বিকালে আমার স্ত্রী ও মেয়ের উপর হামলা চালায়। হামলায় আমার স্ত্রী গুরুত্বর আহত হয়। এ ঘটনার জেরে একইদিন রাত এগারটায় আব্দুল খালেক কিশোর গ্যাং এর অজ্ঞাতনামা কতিপয় লোকজন নিয়ে এসে দ্বিতীয় দফা হামলা চালিয়ে আমার বাড়ীঘর ভাংচুর ও নগদ অর্থ লুটপাট করে। বিষয়টি সামাজিকভাবে মীমাংশার কথা বলে আব্দুল খালেক সময় ক্ষেপণ করে এবং থানায় মিথ্যা অভিযোগ দিয়ে আমাদেরকে হয়রানি করে। আমি প্রশাসনের নিকট এ ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষিদের কঠোর শাস্তির দাবি জানাচ্ছি।’
এ বিষয়ে অভিযোগের তদন্ত কর্মকর্তা চৌদ্দগ্রাম থানার এএসআই এমরান ভূঁইয়া বলেন, ‘তুচ্ছ একটি বিষয়কে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে হাতাহাতি ও হামলার ঘটনা ঘটেছে। উভয়পক্ষ থানায় অভিযোগ দায়ের করেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’