মুহা. ফখরুদ্দীন ইমন: কুমিল্লার চৌদ্দগ্রামে স্বতঃস্ফূর্ত ও ব্যাপক ভোটার উপস্থিতির মধ্য দিয়ে শনিবার (৩০ জানুয়ারি) শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত পৌরসভা নির্বাচনে নৌকা মার্কা জয় লাভ করেছে। নবনির্বাচিত মেয়র হলেন উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি, আ’লীগের মনোনীত মেয়র প্রার্থী জিএম মীর হোসেন মীরু।
বেসরকারিভাবে ৯টি ওয়ার্ডের ১২টি কেন্দ্রের ঘোষিত ফলাফলে ১৫,৯২৮ ভোট পেয়ে তিনি বিজয় লাভ করেন। বিপরীতে বিএনপি মনোনীত প্রার্থী মো: হারুন অর রশীদ মজুমদার পেয়েছেন ১,৮৮০ ভোট। কাউন্সিলর নির্বাচিত হয়েছেন: যথাক্রমে ১নং ওয়ার্ডে মো: মোশারফ হোসেন, ২নং ওয়ার্ডে সাবেক কাউন্সিলর মো: সাইফুল ইসলাম পাটোয়ারী, ৩নং ওয়ার্ডে মো: শরীফ, ৪নং ওয়ার্ডে মো: কামাল হোসেন, ৫নং ওয়ার্ডে মো: বদিউল আলম পাটোয়ারী, ৬নং ওয়ার্ডে সাবেক কাউন্সিলর মো: মফিজুর রহমান, ৭নং ওয়ার্ডে সাবেক কাউন্সিলর মো: সাইফুল ইসলাম শাহীন, ৮নং ওয়ার্ডে সাবেক কাউন্সিলর কাজী বাবুল, ৯নং ওয়ার্ডে মো: মিজানুর রহামান। সংরক্ষিত মহিলা কাউন্সিলর হিসেবে ১,২,৩নং ওয়ার্ডে নাসিমা খানম মজুমদার, ৪,৫,৬নং ওয়ার্ডে ফিরোজা বেগম, ৭,৮,৯নং ওয়ার্ডে আমেনা বেগম নির্বাচিত হন। উপজেলা নির্বাচন কমিশন অফিস থেকে তথ্যগুলো নিশ্চিত করা হয়েছে।
এদিকে চৌদ্দগ্রাম পৌরসভা নির্বাচনকে প্রহসন-তামাশা ও ভোট ডাকাতি’র অভিযোগ এনে নির্বাচন বাতিল ও নতুন নির্বাচনের দাবি জানিয়েছেন বিএনপি মনোনীত মেয়র প্রার্থী হারুন অর রশীদ মজুমদার। শনিবার বিকেলে চৌদ্দগ্রাম বাজারস্থ বিএনপি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান। তিনি অভিযোগ করে বলেন, ‘পৌরসভার ৯টি ওয়ার্ডের ১২টি কেন্দ্রে আ’লীগের মনোনীত মেয়র প্রার্থী জিএম মীর হোসেন মীরুর পক্ষে উপজেলার বিভিন্ন ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে প্রতিটি কেন্দ্রে ৩-৪ শতাধিক আ’লীগের নেতাকর্মী প্রভাব খাটিয়ে বিএনপি’র এজেন্টদের বের করে দিয়ে নৌকা মার্কায় একতরফা সিল মারে। বিষয়টি নিয়ে রিটার্নিং অফিসারের নিকট অভিযোগ করলেও তিনি ব্যবস্থা নিবেন বলে এড়িয়ে যান। তাই প্রহসন ও ভোট ডাকাতির নির্বাচন বাতিল এবং নতুনভাবে নির্বাচনের দাবি করছি। এছাড়া রিটার্নিং অফিসারের পদত্যাগের দাবি জানাচ্ছি’।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সভাপতি মো: কামরুল হুদা, সাবেক সভাপতি জিএম তাহের পলাশী, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শাহ আলম, সাবেক যুগ্ম আহবায়ক নুরুন্নবী পাটোয়ারী নুরু, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ইয়াছিন পাটোয়ারী, অলি আহমেদ মেম্বার, প্রভাষক এয়াকুব আলী, মো: হাসান, উপজেলা উপজেলা যুবদলের সিনিয়র যগ্ম সাধারণ সম্পাদক জামাল উদ্দীন মামুন, ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আবুল হাসনাত মো: জোবায়ের, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ছুট্টু, সাবেক সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান, পৌর স্বেচ্ছাসেবকদলের সভাপতি গিয়াস উদ্দীনসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।