মুহা. ফখরুদ্দীন ইমন: কুমিল্লার চৌদ্দগ্রামে শুক্রবার বিকাল ও রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই যুবক নিহত হয়েছে।
জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখি লেনে উপজেলার আলকরা ইউনিয়নের লাটিমি রাস্তার মাথা এলাকায় প্রাইভেটকারের ধাক্কায় গুরুতর আহত হয় সৈকত নামে এক যুবক। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফেনী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। নিহত সৈকত ফেনীর শর্শদী গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।
এদিকে মহাসড়কের মিয়াবাজার এলাকায় রাস্তা পারাপারের সময় অজ্ঞাতনামা গাড়ীর ধাক্কায় এক যুবক ঘটনাস্থলেই নিহত হয়েছে। নিহত যুবক উপজেলার পৌরসভাধিন গোমারবাড়ী গ্রামের আনু মিয়ার নাতি বলে জানা গেছে। আইনী প্রক্রিয়া শেষে নিহতদের লাশ পরিবারের নিকট হস্তান্তর করে পুলিশ।
এ বিষয়ে মিয়াবাজার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ এস এম লোকমান হোসাইন জানান, ‘সড়ক দুর্ঘটনায় দুই যুবক নিহত হয়েছে। নিহতদের লাশ উদ্ধার ও আইনী প্রক্রিয়া শেষে স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।’