চৌদ্দগ্রামে সমবায়ীদের নিয়ে মাসিক যৌথসভা ও ই-প্রশিক্ষণ অনুষ্ঠিত

0
460

মুহা. ফখরুদ্দীন ইমন: কুমিল্লার চৌদ্দগ্রামে সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি (সিভিডিপি) এর সদস্যগণের অংশগ্রহণে মাসিক যৌথসভা ও ই-প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠান শেষে ৩টি সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতিকে উদ্দীপনা পুরস্কার হিসেবে ক্রেস্ট প্রদান করা হয়।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের উদ্যোগে সার্বিক গ্রাম উন্নয়ন কর্মসূচি (সিভিডিপি) এর আয়োজনে মঙ্গলবার (৬ জুন) বিকালে উপজেলার কালিকাপুর ইউনিয়নের আব্দুল্লাহপুরে ডাক্তার সুভাষ চন্দ্রের বাড়িতে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা কোটবাড়ি সিভিডিপি ৩য় পর্যায় বার্ড অংশের উপ-প্রকল্প পরিচালক সালাহ্ উদ্দিন ইবনে সাঈদ। বিশেষ অতিথি ছিলেন সিভিডিপি ৩য় পর্যায় বার্ড অংশের হিসাবরক্ষণ কর্মকর্তা এম এইচ জাহাঙ্গীর।

সিভিডিপি এর সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) ও চৌদ্দগ্রাম উপজেলা সমবায় অফিসার ভূঁইয়া মুহাম্মদ শাহীনুর রহমানের সভাপতিত্বে যৌথসভা ও ই-প্রশিক্ষণে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল্লাহপুর সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির সভাপতি শংকর চন্দ্র পাল, কার্যকরী সদস্য মোহাম্মদ হানিফ প্রমুখ।

এ সময় চৌদ্দগ্রাম উপজেলা সমবায় অফিসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, উপজেলার ৪৯টি সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির সভাপতি-সেক্রেটারি সহ স্থানীয় সাংবাদিক, সুশীল সমাজের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।