চৌদ্দগ্রামে সমবায়ীদের নিয়ে যৌথ সভা ও ই-প্রশিক্ষণ অনুষ্ঠিত

0
184

মুহা. ফখরুদ্দীন ইমন: কুমিল্লার চৌদ্দগ্রামে সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির ম্যানেজারদের সমন্বয়ে সমবায়ীদের নিয়ে মাসিক যৌথ সভা ও ই-প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সভা শেষে সমিতির ম্যানেজারদের মাঝে পারিতোষিক ভাতা বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৫ জুন) সকালে চৌদ্দগ্রাম উপজেলা সমবায় কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে রিসোর্সপারসন হিসেবে প্রশিক্ষণার্থীদের মাঝে ভার্চুয়ালী বক্তব্য রাখেন সার্বিক গ্রাম উন্নয়ন কর্মসূচি (সিভিডিপি) ৩য় পর্যায় (১ম সংশোধিত) বার্ড (পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ) এর প্রকল্প পরিচালক (পিডি-উপসচিব) ড. গোলাম মোস্তফা। অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রহমত উল্লাহ।

চৌদ্দগ্রাম উপজেলা সমবায় অফিসার ভূঁইয়া শাহীনুর রহমান এর পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা জেলা সমবায় কার্যালয় এর পরিদর্শক এবিএম আবুল কালাম, চৌদ্দগ্রাম উপজেলা সমবায় অফিসের সহকারী পরিদর্শক মোহাম্মদ মনির হোসেন, সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির ম্যানেজার মো: মমিনুল ইসলাম মজুমদার, মো: আব্দুল মমিন, তফুরা বেগম প্রমুখ। এ সময় চৌদ্দগ্রাম উপজেলা সমবায় অফিসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির ম্যানেজার সহ সমবায়ীরা উপস্থিত ছিলেন।