মুুহা. ফখরুদ্দীন ইমন: পবিত্র মাহে রমজান উপলক্ষে চৌদ্দগ্রাম সরকারি কলেজ হেল্প সোসাইটির উদ্যোগে কুমিল্লার চৌদ্দগ্রামে অর্ধ শতাধিক অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। হেল্প সোসাইটির সদস্যরা সুবিধাভোগি অসহায়দের বাড়ি বাড়ি গিয়ে এ ইফতার সামগ্রী পৌঁছে দেন। রমজানের পূর্বেই ইফতার সামগ্রী উপহার হিসেবে পেয়ে সুবিধাভোগিরা সন্তোষ প্রকাশ করে হেল্প সোসাইটির নেতৃবৃন্দসহ সকলকে ধন্যবাদ জানিয়েছেন।
রোববার (১৯ মার্চ) বিকালে স্থানীয় সংসদ সদস্য মুজিবুল হক মুজিব এমপি’র কার্যালয়ের সামনে এ উপলক্ষে আয়োজিত ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম সরকারি কলেজ হেল্প সোসাইটির সহ-সাংগঠনিক সম্পাদক ইকরামুল হক নোমান, প্রোগ্রাম বিষয়ক সম্পাদক মোহাম্মদ উদয় আহমেদ, দফতর সম্পাদক আবু বকর, সহ-প্রচার সম্পাদক ফয়েজুল ইসলাম, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সাইদুল ইসলাম সিয়াম, সদস্য আরাফাত রহমান, শাহরিয়ার সানিম, মেহেদী হাসান, শেখ নিলয়, শরীফুল ইসলাম আরাফাত, মোহাম্মদ মোনায়েম, মোহাম্মদ রবিন, জান্নাতুল তাজরীন, ইসরাত জাহান মজুমদার, মরিয়ম আকতার, আইমন প্রমুখ।
অনুষ্ঠানে চৌদ্দগ্রাম সরকারি কলেজ হেল্প সোসাইটির সভাপতি কাজী হৃদয় প্রবাস থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দিকনির্দেশনামূলক বক্তব্যে বলেন, ‘চৌদ্দগ্রাম সরকারি কলেজ হেল্প সোসাইটি বিগত দিনের ন্যায় অসহায় মানুষের কল্যাণে সবসময় পাশে থাকবে। রমজান উপলক্ষে হেল্প সোসাইটির উদ্যোগে অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কাজে অর্থ ও শ্রম দিয়ে সহযোগিতাকারীদের ধন্যবাদ এবং হেল্প সোসাইটির সকল সদস্যকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এ সময় তিনি আগামী দিনের সকল পরিকল্পনা ও কর্মসূচি বাস্তবায়নসহ সংগঠনের কার্যক্রমকে এগিয়ে নিতে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।’