চৌদ্দগ্রামে সাজাপ্রাপ্ত আসামীসহ গ্রেপ্তার ১০

0
940

স্টাফ রিপোর্টার: চৌদ্দগ্রামে সাজাপ্রাপ্ত আসামীসহ ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো: পৌরসভার পাঁচরা গ্রামের রওশন আলীর পুত্র আবদুর রহমান সবুজ, কালিকাপুর ইউনিয়নের বদরপুর গ্রামের মৃত আইয়ুব আলীর ছেলে ইমন হোসেন, খলিলুর রহমানের ছেলে খায়রুল ইসলাম, পৌরসভার বৈদ্দেরখীল গ্রামের মানিক মিয়ার ছেলে নাজিম উদ্দিন, উজিরপুর ইউনিয়নের সামুকসার গ্রামের সুরুজ মিয়ার ছেলে জালাল হোসেন, কোতয়ালী থানার দৈনবট গ্রামের শফিকুর রহমানের ছেলে সুমন, বাতিসা ইউনিয়নের আনন্দপুর গ্রামের গাজী আবুল কাশেমের ছেলে মো: সাজু, কক্সবাজারের চকরিয়া থানার মহিছকামড়া গ্রামের আবদুল জলিলের ছেলে মিজানুর রহমান, ধনামাড়া গ্রামের রফিক মিয়ার ছেলে আলমগীর, মাছকামড়া গ্রামের বাদশা মিয়ার ছেলে জালাল উদ্দিন।

মঙ্গলবার দুপুরে তথ্যটি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা। তিনি জানান, সোমবার গভীর রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে চৌদ্দগ্রাম থানা পুলিশ, বিজিবি ও র‌্যাব অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত আসামীসহ ১০ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।