মুহা. ফখরুদ্দীন ইমন: কুমিল্লার চৌদ্দগ্রামে মো: কামাল হোসেন (৫০) নামে সাজাপ্রাপ্ত ও গ্রেফতারি ফরোয়ানাভুক্ত এক আসামীকে আটক করেছে পুলিশ। আটককৃত কামাল উপজেলার উজিরপুর ইউনিয়নের আশ্রাফপুর গ্রামের মৃত সফর আলীর ছেলে।
জানা গেছে, দীর্ঘ সাত বছর ধরে আত্মগোপনে থাকার পর গত সোমবার (২০ জুন) দিবাগত রাতে প্রযুক্তির সহযোগিতায় লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ এলাকায় চৌদ্দগ্রাম থানার ওসি (তদন্ত) ত্রিনাথ সাহার নেতৃত্বে এসআই অনুপ চক্রবর্তী ও উগ্যজাই মারমা ও সঙ্গীয় ফোর্সসহ পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ২টি মাদক মামলায় সাজাপ্রাপ্ত ও আরো ৪টি মামলায় গ্রেফতারি ফরোয়ানাভুক্ত আসামী, এলাকার চিহিৃত মাদক ব্যবসায়ী কামাল হোসেন ওরফে গুটি কামালকে আটক করে।
এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার ওসি (তদন্ত) ত্রিনাথ সাহা তন্ময় বলেন, ‘থানা পুলিশ তথ্য-প্রযুক্তির সহযোগিতায় লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ এলাকায় বিশেষ চালিয়ে সাজাপ্রাপ্ত চিহিৃত মাদক ব্যবসায়ী কামাল হোসেনকে গ্রেফতার করেছে। মঙ্গলবার দুপুরে আসামীকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে’।