চৌদ্দগ্রামে সাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী সোলাইমান আটক

0
169

মুহা. ফখরুদ্দীন ইমন: কুমিল্লার চৌদ্দগ্রামে থানা পুলিশের বিশেষ অভিযানে মো: সোলাইমান (৩৭) নামে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামীকে আটক করা হয়েছে। সে উপজেলার আলকরা ইউনিয়নের গোলাইকরা গ্রামের মিয়াজী বাড়ীর মৃত আলী মিয়ার ছেলে। বৃহস্পতিবার (২৩ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহা।

থানা সূত্রে জানা গেছে, ২০১৮ সালের চৌদ্দগ্রাম থানার একটি মাদক মামলায় (মামলা নং-০৫/০৩.০৯.১৮ খ্রি:, ধারা: ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন- ১৯ (১) এর ৩ (ক)/২৫) শুনানী শেষে আসামী মো: সোলাইমানকে কুমিল্লার বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ এর চতুর্থ আদালত গত ০৪ মার্চ-২০২৪ খ্রিস্টাব্দ যাবজ্জীবন সাজা প্রদান করেন। আদালত কর্তৃক সাজা পরোয়ানা প্রাপ্ত হয়ে আসামীকে গ্রেফতারের উদ্দেশ্যে চৌদ্দগ্রাম থানা পুলিশ বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ করে। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় ও বিশ্বস্ত সূত্রের মাধ্যমে আসামীর পরিচয় ও অবস্থান চিহিৃত করতে সক্ষম হয়। পরে গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২৩ মে) সকাল ১১:২০ ঘটিকার সময় চৌদ্দগ্রাম থানার সহকারী উপ-পরিদর্শক মো: কামরুজ্জামান সঙ্গীয় ফোর্স সহ উপজেলার আলকরা ইউনিয়নের গোলাইকরায় আসামীর নিজবাড়ীতে অভিযান চালিয়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মো: সোলাইমানকে গ্রেফতার করে। বৃহস্পতিবার দুপুরে আটককৃত আসামীকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহা বলেন, ‘থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলার আলকরা ইউনিয়নের গোলাইকরা থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মো: সোলাইমানকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।’