চৌদ্দগ্রামে সাবেক ছাত্রদল ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

0
810

স্টাফ রিপোর্টার: কুমিল্লার চৌদ্দগ্রামে ‘উপজেলা সাবেক ছাত্রদল ফাউন্ডেশন’ এর উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া-মুনাজাত অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৫ এপ্রিল) বিকালে চৌদ্দগ্রাম কেন্দ্রীয় ঈদগাঁহ মাঠে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফয়েজ আহম্মদ মজুমদার।

বিএনপি নেতা খালেদ সাইফুল্লাহ্ মাহমুদ সবুজ এর সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ছুট্টুর পরিচালনায় এ সময় বক্তব্য রাখেন বিএনপি নেতা অলি আহম্মেদ মেম্বার, এডভোকেট হুমায়ুন পাটোয়ারী, নূর হোসেন বলাই, গিয়াস উদ্দিন ফিরোজ, আলী হোসেন পন্ডিত, আব্দুল হালিম, আবু তাহের মজুমদার, আব্দুস সোবহান চেয়ারম্যান, আমিনুল ইসলাম মজুমদার, খোরশেদ কবির শিপন, কাজী জসিম উদ্দিন, কাজী আলমগীর, জিয়াউর রহমান, বিপ্লব চৌধুরী, আকতার হোসেন, রাসেল মজুমদার, খোরশেদ আলম, আশিকুর রহমান আশিক, এছাক বেপারী, কাজী জোবায়ের হোসেন, জাকির হোসেন, কামাল হোসেন, দিদার হোসেন প্রমুখ।

এ সময় চৌদ্দগ্রাম উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিল। পরে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া-মুনাজাত অনুষ্ঠিত হয়।