চৌদ্দগ্রামে সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমদের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত

0
1047

মুহা. ফখরুদ্দীন ইমন: কুমিল্লার চৌদ্দগ্রামে আলোচনা সভা, মিলাদ মাহফিল, কবরে পুস্পস্তবক অর্পন ও কাঙালী ভোজের মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী ও জাতীয় পার্টি (জাফর) এর সাবেক চেয়ারম্যান কাজী জাফর আহমদের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (২৭ আগস্ট) উপজেলার চিওড়া ইউনিয়নের ঐতিহ্যবাহী চিওড়া কাজী বাড়িতে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টি (জাফর) এর ভারপ্রাপ্ত মহাসচিব ও সাবেক এমপি আহসান হাবিব লিংকন।

চৌদ্দগ্রাম উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলী আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় পার্টি (জাফর) এর কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান হান্নান আহমেদ খান বাবলু, যুগ্ম মহাসচিব কাজী মো: নজরুল ইসলাম, ভাসানী অনুসারী পরিষদের মহাসচিব শেখ রফিকুল ইসলাম বাবলু, জাতীয় পার্টির কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির মজুমদার, সাংগঠনিক সম্পাদক গাজী আবদুল খালেক।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য এডভোকেট হুমায়ুন কবির পাটোয়ারী, চৌদ্দগ্রাম উপজেলা জাতীয় পার্টির নেতা আবদুল্লাহ চৌধুরী পাশা, কাজী জাফর আহমদের সাবেক ব্যক্তিগত সহকারী গোলাম মোস্তফা, ভাষানী ন্যাপের নেতা আবু আসাদ, ডেমোক্রেটিক লীগের সাধারণ সম্পাদক সাইফ উদ্দিন আহমেদ মনির, কাজী জাফরের ভাতিজা কাজী নাজমুল, কাজী আরিফ, কাজী শহিদ, যুগ্ম শ্রম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম মিয়াজী, কেন্দ্রীয় যুব সংহতির নেতা নিজাম উদ্দিন সরকার, আলী আকবর মজুমদার, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির নেতা ডা: মামুন হাসিব ভুঁইয়া, জাতীয় ছাত্রসমাজের আহবায়ক কাজী ফয়েজ আহমদ, সদস্য তানভির পারভেজ অনিকসহ কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ।