চৌদ্দগ্রামে সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক টানা চতুর্থবার নির্বাচিত

0
279

মুহা. ফখরুদ্দীন ইমন: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) সংসদীয় আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক রেলপথ মন্ত্রী মো: মুজিবুল হক মুজিব টানা চতুর্থবারের মত সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এ নিয়ে তিনি মোট পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৫৯, কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে সাবেক রেলপথ মন্ত্রী মো: মুজিবুল হক নৌকা প্রতীক নিয়ে ১ লক্ষ ৮১ হাজার ৬৭৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী স্বতন্ত্র প্রার্থী মো: মিজানুর রহমান মিজান ফুলকপি প্রতীক নিয়ে ২২ হাজার ৭০০ ভোট পেয়েছেন। এছাড়া এ আসন থেকে জাতীয় পার্টির প্রার্থী মো: মোস্তফা কামাল লাঙ্গল প্রতীক নিয়ে ২ হাজার ২৯৮ ভোট, স্বতন্ত্র প্রার্থী মো: নিজাম উদ্দিন ঈগল প্রতীক নিয়ে ১ হাজার ৪১২ ভোট, ইসলামী ঐক্যজোটের প্রার্থী মুফতি মো: খোরশেদ আলম মিনার প্রতীক নিয়ে ৯৯০ ভোট, গণফোরামের প্রার্থী এডভোকেট আবদুর রহমান জাহাঙ্গীর উদীয়মান সূর্য প্রতীক নিয়ে ২৯২ ভোট, তৃনমূল বিএনপি’র প্রার্থী মো: ইলিয়াছ মজুমদার সোনালী আঁশ প্রতীক নিয়ে ৩৮৮ ভোট, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) এর প্রার্থী জসিম উদ্দিন টেলিভিশন প্রতীক নিয়ে ১৫২ ভোট পেয়েছেন। এ আসনে সর্বমোট ১২৫টি কেন্দ্রের মধ্যে নানা অনিয়ম সহ বিভিন্ন কারণে ৬টি কেন্দ্রের ফলাফল স্থগিত রয়েছে। সহকারী রিটার্নিং কর্মকর্তা ও চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার জেপি দেওয়ান গত রোববার রাত সাড়ে দশটায় চৌদ্দগ্রাম উপজেলা পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন। এর আগে রোববার (৭ জানুয়ারী) সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সারাদেশের ন্যায় চৌদ্দগ্রামে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

এদিকে সাবেক রেলপথ মন্ত্রী মো: মুজিবুল হক মুজিব পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় নেতাকর্মীদের মাঝে উচ্ছ্বাস পরিলক্ষিত হয়েছে। ফলাফল ঘোষনার পর থেকেই চৌদ্দগ্রাম পৌরসভা সহ বিভিন্ন ইউনিয়ন থেকে দলীয় নেতাকর্মীরা সংসদ সদস্য মো: মুজিবুল হক মুজিব এর চৌদ্দগ্রাম বাজারস্থ কার্যালয়ে ভীড় করতে শুরু করে। এ সময় তারা তাৎক্ষণিক চৌদ্দগ্রাম বাজারে একটি বিজয় মিছিল করে।