চৌদ্দগ্রামে সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আলোচনা সভা

0
812

স্টাফ রিপোর্টার: স্বল্পোন্নত দেশ হতে উন্নয়শীল দেশে উত্তরণ ও সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকালে উপজেলা চত্বরে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক রেলপথ মন্ত্রী মুজিবুল হক মুজিব এমপি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তানভীর হোসেন এর সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আব্দুস সোবহান ভূঁইয়া হাসান, পৌর মেয়র জিএম মীর হোসেন মীরু, সহকারী কমিশনার (ভূমি) তমালিকা পাল, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ রহমত উল্লাহ বাবুল, ইউপি চেয়ারম্যান ভিপি মাহবুব হোসেন মজমুদার, প্রভাষক নায়িমুর রহমান মাছুম।

সমাজসেবা কর্মকর্তা নাসির উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য ভিপি ফারুক আহমেদ মিয়াজী, উপজেলা ভাইস চেয়ারম্যান এবিএম এ বাহার, মহিলা ভাইস চেয়ারম্যান রাশেদা আখতার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জণ চাকমা, ইউপি চেয়ারম্যান মোশারেফ হোসেন, এ কে খোকন, কৃষি কর্মকর্তা নাসির উদ্দিন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ফেরদৌসি আক্তার, স্বাস্থ্য কর্মকর্তা গোলাম কিবরিয়া টিপু, মহিলা বিষয়ক কর্মকর্তা বীথি রানী চক্রবর্তীসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। মেলায় উপজেলার গুরুত্বপূর্ণ ২৮টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। এতে উপজেলা কৃষি অফিস প্রথম স্থান, প্রাণিসম্পদ দপ্তর দ্বিতীয় স্থান এবং যৌথভাবে উপজেলা স্বাস্থ কমপ্লেক্স ও এলজিইডি অফিস তৃতীয় স্থান অধিকার করে পুরস্কার লাভ করেন। আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে মেলায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সাবেক রেলপথ মন্ত্রী মুজিবুল হক মুজিব এমপি।