চৌদ্দগ্রামে সেনাবাহিনীর পক্ষ থেকে ধানের চারা, নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ

0
13

মুহা. ফখরুদ্দীন ইমন: কুমিল্লার চৌদ্দগ্রামে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে নগদ অর্থ, ঢেউটিন ও ধানের চারা বিতরণ করেছে কুমিল্লা সেনাবাহিনীর ৪৪ পদাতিক ডিভিশন।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা কালিকাপুর ইউনিয়নের কে কে নগর, জামমুড়া গ্রামে প্রান্তিক পর্যায়ের কৃষকদের মাঝে ব্রি-২২ (নাভিজাত) ১৫ বিঘা জমির ধানের চারা, সার ও আন্ত পরিচর্যার জন্য নগদ টাকা এবং ঘোলপাশা ইউনিয়ন যুগিরখিল এলাকায় বন্যার পানিতে সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত ঘর মেরামতের জন্য আছিয়া বেগমের হাতে ঢেউটিন ও নগদ টাকা তুলে দেন কুমিল্লা সেনানিবাসের ৪৪ পদাতিক ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো: ফারুক হাওলাদার এএফডব্লিউসি পিএসসি, অধিনায়ক ২৩ বীর লে: কর্ণেল মো: মাহমুদুল হাসান পিএসসি, ৪৪ পদাতিক ব্রিগেড বিএম মেজর কাজী গোলাম শাহাদাৎ হোসেন, চৌদ্দগ্রাম ক্যাম্প কমান্ডার মেজর মো: মাহিন আলম, লে: তাইজুল ইসলাম জিহাদ।

এ সময় উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নীলিমা মরিয়ম মৌ, উপজেলা উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা নাজমুল হোসেন মজুমদার, উপ-সহকারী কর্মকর্তা বিজন কুমার দেব প্রমুখ।