চৌদ্দগ্রামে সৈয়দা আঞ্জুমান আরা বালিকা বিদ্যালয়ের সাফল্য ধারা অব্যাহত

0
624
মুহা. ফখরুদ্দীন ইমন: কুমিল্লার চৌদ্দগ্রামে বিগতদিনের ধারাবাহিকতায় এসএসসি পরীক্ষা-২০২২ এর ফলাফলে শতভাগ পাসের মাধ্যমে সাফল্যের ধারা অব্যাহত রেখেছে সৈয়দা আঞ্জুমান আরা বালিকা বিদ্যালয়।
২০১৮ সালে প্রতিষ্ঠার পর থেকেই উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়নের এ বিদ্যাপীঠটি প্রাথমিক সমাপনী, জেএসসি ও এসএসসি পরীক্ষায় ধারাবাহিকভাবে অর্জন করেছে অনন্য সাফল্য। এবারও এসএসসি পরীক্ষায় শতভাগ পাসের রেকর্ড ধরে রেখেছে স্বনামধন্য এ প্রতিষ্ঠান।
ফলাফলে সাফল্য ধরে রাখায় অভিভাবকসহ স্থানীয় এলাকাবাসী ও সচেতন মহলের প্রশংসা কুড়িয়েছে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, শিক্ষকমন্ডলী ও পরিচালনা পর্ষদের সভাপতি-সদস্যরা। ভবিষ্যতেও সাফল্য ধারা বজায় রাখতে এবং শিক্ষার মান সমুন্নত রাখতে স্থানীয়দের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন বিদ্যালয় কর্তৃপক্ষ।