মুহা. ফখরুদ্দীন ইমন: কুমিল্লার চৌদ্দগ্রামে মাহে রমযান উপলক্ষে সামাজিক সংগঠন ‘সোনালী সমাজ ফাউন্ডেশন (এসএসএফ)’ এর উদ্যোগে উপজেলার বিভিন্ন এলাকায় গরীব ও অসহায় ১০৫ পরিবারের মাঝে ইফতার সামগ্রী প্রত্যেকের বাড়িতে পৌঁছে দেয়া হয়েছে।
শুক্রবার (২২ মার্চ) বা’দ জুমআ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন আল-নূর হসপিটালের চেয়ারম্যান, বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক মো: খোরশেদ আলম।
সোনালী সমাজ ফাউন্ডেশন এর সভাপতি মো: ইমাম হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ফাউন্ডেশনের উপদেষ্টা মো: শামীম। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সোনালী সমাজ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক মো: আরমান হোসেন, সাংগঠনিক সম্পাদক রিয়াজ হোসেন, সদস্য বিজয়, একরাম, আশরাফুল ইসলাম, শাহাদাত সবুজ প্রমুখ
বাড়িতে অবস্থান করেই সোনালী সমাজ ফাউন্ডেশনের পক্ষ থেকে প্যাকেটভর্তি ইফতার সামগ্রী পেয়ে ফাউন্ডেশনের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন উপকারভোগি অসহায় পরিবারের সদস্যরা। এবার বিতরণকৃত প্যাকেটভর্তি ইফতার সামগ্রীতে ছিলো: চাল ৫ কেজি, ছোলা বুট ২ কেজি, মশুর ডাল ১ কেজি, তেল ১ কেজি, খেজুর আধা কেজি, মুড়ি ১ কেজি, ২৫০ গ্রামের ট্যাং ১টা, ৪০০ গ্রামের সেমাই ২ প্যাকেট, আলু ২ কেজি ও চিনি ১ কেজি।