চৌদ্দগ্রামে স্বেচ্ছাসেবক দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

0
1147

স্টাফ রিপোর্টার: তৃণমূলের পরামর্শ ও সমন্বয়ে সকল পর্যায়ের কমিটি গঠনে কেন্দ্রীয় নির্দেশনার আলোকে কুমিল্লার চৌদ্দগ্রামে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদল চৌদ্দগ্রাম উপজেলা শাখার উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ ডিসেম্বর) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া রাস্তার মাথায় এ উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকদলের সহ-সভাপতি চৌধুরী ওয়াহিদুর রহমান চয়ন, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহ-সভাপতি শাহাবুদ্দীন আহমেদ ফারুক।

চৌদ্দগ্রাম উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো: হামিদ উদ্দীন মজুমদার সুমনের সভাপতিত্বে এবং সেক্রেটারী গাজী মো: কবির আহমেদের পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক তকদির হোসেন স্বপন, সহ-সাধারণ সম্পাদক সালাহ্ উদ্দীন শাহিন, সারোয়ার আলম ভূঁইয়া রুবেল, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দীন কায়সার, কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ভিপি আব্দুল্লাহ্ আল মামুন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, জেলা বিএনপি’র সদস্য এ্যাডভোকেট হুমায়ুন পাটোয়ারী, উপজেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দীন মজুমদার ফিরোজ, জেলা স্বেচ্ছাসেবক দল নেতা মুজিবুল হক মুজিব, জেলা যুবদল নেতা রাসেল আহমেদ মজুমদার, পৌর বিএনপি’র যুগ্ম আহবায়ক কাজী মো: জসিম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি জিয়াউল হক জিয়া, উপজেলা ছাত্রদলের সেক্রেটারী মো: আমিনুল ইসলাম ছুট্টু, সহ-সভাপতি মাঈন উদ্দীন মজুমদার, সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান আশিক, পৌর যুবদলের সেক্রেটারী আক্তার হোসেন।

এসময় বিএনপি নেতা আব্দুর রাজ্জাক, মো: এয়াছিন, উপজেলা ছাত্রদল নেতা তোফায়েল আহমেদ পাটোয়ারী, খোরশেদ আলম, সোহাগ মজুমদার, যুবদল নেতা আনোয়ার হোসেন পিন্টু, স্বেচ্ছাসেবক দলের বেলাল হোসেন, পৌর ছাত্রদল নেতা কামাল উদ্দীন, প্রবাসী বিএনপি নেতা জসিম উদ্দীনসহ বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।