স্টাফ রিপোর্টার: কুমিল্লার চৌদ্দগ্রামে রবিবার সকালে মর্মান্তিক দুর্ঘটনায় আব্দুল্লাহ্ মজুমদার নামে এক যুবক নিহত হয়েছে। নিহত আব্দুল্লাহ্ উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের ছাতিয়ানী গ্রামের মাসুদ মজুমদারের ছেলে।
তথ্যটি নিশ্চিত করে মিয়াবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: জাকির হোসেন বলেন, ‘রবিবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানকরা নামক স্থানে সড়ক দুর্ঘটনায় আব্দুল্লাহ নামে এক যুবক নিহত হয়। আইনী প্রক্রিয়া শেষে নিহতের লাশ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।