চৌদ্দগ্রামে হাইওয়ে পুলিশের অভিযানে ৫১ কেজি গাঁজা উদ্ধার

0
520

মুহা. ফখরুদ্দীন ইমন: কুমিল্লার চৌদ্দগ্রামে মিয়াবাজার হাইওয়ে থানা পুলিশের বিশেষ অভিযানে ৫১ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১৪ জুন) সকাল সাতটায় মিয়াবাজার হাইওয়ে থানার এসআই টিপু রায় এর নেতৃত্বে এএসআই গিয়াস উদ্দিন ও সঙ্গীয় ফোর্স সহ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাবুচি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৩টি ট্রাভেল ব্যাগে সংরক্ষিত মহাসড়কের চট্টগ্রামমুখি লেনে পরিত্যাক্ত অবস্থায় ৫১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, মাদক ব্যবসায়ীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে গাঁজাগুলো মহাসড়কের পাশের ঝোপে রেখে পালিয়ে গেছে।

বিষয়টি নিশ্চিত করে মিয়াবাজার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ এস এম লোকমান হোসাইন জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বাবুচি এলাকায় হাইওয়ে পুলিশের অভিযানে মহাসড়কের পাশের ঝোপ থেকে ৩টি ব্যাগে পরিত্যাক্ত অবস্থায় ৫১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। আইনী প্রক্রিয়া শেষে উদ্ধারকৃত গাঁজাগুলো আদালতে প্রেরণ করা হয়েছে।’