স্টাফ রিপোর্টার: কুমিল্লা জেলা পুলিশ সুপার মো: ফারুক আহমেদ ও সিনিয়র সহকারী পুলিশ সুপার (চৌদ্দগ্রাম-নাঙ্গলকোট সার্কেল) মো: সাইফুল ইসলাম সাইফের দিকনির্দেশনায় চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমার সার্বিক তত্ত্বাবধানে এসআই মো: মনির হোসেনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সহ অভিযান চালিয়ে ১০০ বোতল ফেন্সিডিল সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করে। আটককৃতরা হলো: উপজেলার নোয়াপাড়া গ্রামের মৃত তাজুল ইসলামের ছেলে গোলাম হোসেন (৫০) ও ফজলুল হকের ছেলে মোঃ লিটন মিয়া (৩৫)। মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) রাতে উপজেলার ঘোলপাশা ইউনিয়নের হাড়িসর্দার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
এবিষয়ে চৌদ্দগ্রাম থানার এসআই মো: মনির হোসেন জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে ঘোলপাশা ইউনিয়নের হাড়িসর্দার বাজার সংলগ্ন ঈশানচন্দ্রনগর এলাকায় অভিযান চালিয়ে একটি পুকুরপাড় থেকে ১০০ বোতল ফেন্সিডিল সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ (১০ ফেব্রুয়ারি) আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হবে। মাদকের বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে’।