মুহা. ফখরুদ্দীন ইমন: কুমিল্লার চৌদ্দগ্রামে দীর্ঘ ১০ বছর পর মা-বাবার কোলে ফিরলো রুবি আক্তার নামে এক কিশোরী। চৌদ্দগ্রাম পৌরসভাধিন পূর্ব চাঁন্দিশকরা সেকান্তর আলীর বাড়িতে স্থানীয় কাউন্সিলর, গণমাধ্যমকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে তার মা-বাবার কোলে তাকে ফিরিয়ে দেয় তাকে এতদিন ধরে লালন-পালনকারী পরিবারটি।
এ বিষয়ে কাউন্সিলর কামাল হোসেন বলেন, রুবিকে দীর্ঘদিন ধরে স্থানীয় মৃত সেকান্তর আলীর ছেলে আশিকুর রহমান তাকে লালন পালন করে আসছিলেন। বিচিত্রা মোহাম্মদ সেলিম নামের ফেইসবুক পেইজে প্রচার-প্রচারণার সূত্র ধরে নানা প্রকার তথ্য যাচাই-বাছাই করে নোয়াখালীর সুবর্ণচরের জাহাজমারা গ্রামের বাসিন্দা তার বাবা-মায়ের কাছে তাকে হস্তান্তর করা হয়। দীর্ঘ ১০ বছর পর আব্দুল মালেক-জুলেখা খাতুন দম্পতি তাদের হারিয়ে যাওয়া মেয়েকে ফিরে পেয়ে অত্যন্ত খুশি।