স্টাফ রিপোর্টার: ‘মানুষ মানুষের জন্য’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার চৌদ্দগ্রাম পৌর এলাকার দক্ষিণ নোয়াপাড়া ও উত্তর রামচন্দ্রপুর জনকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে হতদরিদ্র অসহায় ও করোনায় কর্মহীন হয়ে পড়া ১২০ পরিবারের মাঝে বাড়ি বাড়ি গিয়ে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
সোমবার এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ নোয়াপাড়া ও উত্তর রামচন্দ্রপুর মসজিদ পরিচালনা কমিটির সদস্য হাজী সুরুজ মিয়া, ইমাম হোসেন, ডাক্তার আবদুল হালিম মিয়াজী, আবুল কালাম, মো: আলম, মোহাম্মদ শাকিল, সংগঠনের প্রধান উপদেষ্টা শফিউল আলম মনির, উপদেষ্টা লোকমান হোসেন, মো: বাবুল, সিনিয়র সহ-সভাপতি মো: শাহীন আলম, যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সাল মাহমুদ আজিম, সহ-অর্থ সম্পাদক মো: শাহাদাত হোসেন, সহ প্রচার সম্পাদক মোহাম্মদ মাসুদ, সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রিফাত, সাংস্কৃতিক সম্পাদক আব্দুল হালিম, ক্রীড়া সম্পাদক আশিকুর রহমান (পিন্টু), সদস্য শাহাদাত ও হান্নান প্রমুখ।
ঈদ উপহার বিতরণ কার্যক্রমে আর্থিক সহযোগিতা করেন স্থানীয় প্রবাসীবৃন্দ। ঈদ উপহার পেয়ে প্রবাসীদের প্রতি সন্তোষ প্রকাশ করেছেন গরীব ও কর্মহীন পরিবারের সদস্যরা। সমাজ সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংগঠনের প্রধান উপদেষ্টা, সভাপতি ও সাধারণ সম্পাদক সহ সংগঠনের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, ২০২০ সালে প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি গরীব ও অসহায় মানুষের নানাবিধ সমস্যার সমাধানে পর্যাপ্ত সহযোগিতা অব্যাহত রেখেছে।