চৌদ্দগ্রামে ১৯ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ

0
293

মুহা. ফখরুদ্দীন ইমন: কুমিল্লার চৌদ্দগ্রামে ভ্রাম্যমান আদালতের অভিযানে সরকার নিষিদ্ধ ১৯ হাজার কেজি পলিথিন জব্দ করা হয়েছে। এ সময় পলিথিন সরবরাহ করার দায়ে ১২ হাজার টাকা জরিমানা আরোপ পূর্বক নগদ আদায় করা হয়।

জানা গেছে, সোমবার (১৩ নভেম্বর) দুুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পরিবেশ অধিদপ্তর, কুমিল্লা ও চৌদ্দগ্রাম উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এবং থানা পুলিশের সহযোগিতায় চৌদ্দগ্রাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তমালিকা পাল ভ্রাম্যমান আদালত পরিচালনা করে সরকার নিষিদ্ধ ১৯ হাজার কেজি পলিথিন জব্দ করেন। পরে পলিথিন সরবরাহকারীদেরকে ১২ হাজার টাকা অর্থদন্ড আরোপ পূর্বক নগদ আদায় করা হয়। এ সময় প্রসিকিউশনের দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, কুমিল্লার সিনিয়র কেমিস্ট মো: রায়হান মোর্শেদ। অভিযানে সহযোগিতা করেন চৌদ্দগ্রাম থানা পুলিশের একটি টিম। সরকারের নির্দেশক্রমে জব্দকৃত পলিথিন ধ্বংশ করা হবে। পরিবেশ সুরক্ষায় এরূপ কার্যক্রম চলমান থাকবে বলে জানা গেছে।