চৌদ্দগ্রামে ২৮ কেজি গাঁজা সহ র‌্যাবের হাতে আটক-৪

0
1026

মুহা. ফখরুদ্দীন ইমন: কুমিল্লার চৌদ্দগ্রামে ২৮ কেজি গাঁজা সহ চার মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১১। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ঘোলাপাশা ইউনিয়নের বাবুচি বাজার এলাকা থেকে শুক্রবার (১৬ জুলাই) রাতে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলো: নেত্রকোণা জেলার আটপাড়া থানার রামজীবনপুর গ্রামের মৃত আব্দুস সাত্তার এর ছেলে মো: মানিক মিয়া (৩৪), কুমিল্লার নাঙ্গলকোট থানার ঢালুয়া (চিওড়া) গ্রামের মৃত সেলিম এর ছেলে মো: রিপন মিয়া (৩২), চৌদ্দগ্রাম উপজেলার কালিকাপুর ইউনিয়নের কালিকাপুর গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে মো: মাসুদ হোসেন (৩০), একই এলাকার মো: নুরু মিয়া মজুমদাদের ছেলে মোহাম্মদ হোসেন মজুমদার (৩০)।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা র‌্যাব-১১ সিপিসি-২ এর একটি আভিযানিক দল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলার বাবুচি বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালে সিএনজিতে তল্লাশী চালিয়ে ২৮ কেজি গাঁজা সহ চার মাদক ব্যবসায়ীকে আটক করে। তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে।

বিষয়টি নিশ্চত করে কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, ‘আটককৃত আসামীদের বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় মাদক দ্রব্য আইনে মামলা দেয়া হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে’।