চৌদ্দগ্রামে ৪০ কেজি গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ী আটক

0
904

মুহা. ফখরুদ্দীন ইমন: কুমিল্লার চৌদ্দগ্রাম থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে শুক্রবার বিকালে ৪০ কেজি গাঁজাসহ ইউছুফ (৩৫) নামে একু মাদক ব্যবসায়ীকে আটক করেছে। এ সময় মাদক পাচারকাজে ব্যবহৃত একটি সিএনটি চালিত অটো-রিক্সা আটক করা হয়। আটককৃত ইউছুফ উপজেলার শুভপুর ইউনিয়নের পূর্ব বাঘাড়পুষ্কুরণী গ্রামের আবদুল হামিদেও ছেলে।

বিষয়টি নিশ্চিত করে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জণ চাকমা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নালঘরগামী রাস্তায় ধাওয়া করে সন্দেহভাজন একটি সিএনজি চালিত অটো-রিক্সা আটকের পর তল্লাশি চালিয়ে ৪০ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। পরে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে চৌদ্দগ্রাম থানায় মামলা দায়ের শেষে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।