চৌদ্দগ্রামে ৫০০ বোতল ফেনসিডিলসহ কাভার্ডভ্যান চালক আটক

0
507

মুহা. ফখরুদ্দীন ইমন: কুমিল্লার চৌদ্দগ্রামে কাভার্ডভ্যান বোঝাই ৫০০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ রাশেদ মিয়া নামে এক মাদক পাচারকারীকে আটক করেছে থানা পুলিশ। এ সময় কাভার্ডভ্যানটি জব্দ করা হয়। আটককৃত রাশেদ সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার থানার আলমখালী গ্রামের মনির হোসেনের ছেলে ও জব্দকৃত কাভার্ডভ্যানের চালক। রোববার ‍দুপুরে তথ্যটি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা।

জানা গেছে, থানার সেকেন্ড অফিসার এসআই নাজমুল হক ও এএসআই এমরান ভুঁইয়াসহ পুলিশের একটি টিম শনিবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম বাজারে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে চট্টগ্রামমুখী কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো ড-১২-৪৭৫৬) থামানোর জন্য সংকেত দেয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে কাভার্ডভ্যান চালক রাশেদ মিয়া পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাকে আটক করে। পরে তার স্বীকারোক্তি মোতাবেক কাভার্ডভ্যান তল্লাশী চালিয়ে প্যাকেটভর্তি ৫০০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় রাশেদ মিয়ার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের শেষে রোববার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।